ভালোবাসার নতুন গান নিয়ে ন্যানসি (ভিডিও)
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে ন্যানসির নতুন ভালোবাসার গান 'মনের দুয়ারে'। সর্বসম্প্রতি 'ভালোবাসো বলে' অ্যালবামের এই গানটির একটি লিরিক ভিডিও প্রকাশিত হয়েছে সাউন্ডটেক এর ব্যানারে। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ ও সংগীত পরিচালনায় ছিলেন মুশফিক লিটু।
ভালোবাসা দিবসের আগের রাতে (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে ন্যানসির এই লিরিক ভিডিওটি। 'মনেরও দুয়ারে দাঁড়িয়ে আছো/আছো বুকেরই মাঝে/অনুভবে মিশে আছো গো তুমি/হৃদয় তোমাকে খোঁজে'- এমন হৃদয়ছোঁয়া রোমান্টিক কথা দিয়ে সাজানো হয়েছে গানটি।
রোমান্টিক ঘরানার কথা, মেলোডিয়াস সুর, চমৎকার সংগীত আয়োজন আর সুকণ্ঠী গায়িকার মিষ্টি কণ্ঠে গীত গানটি সবদিক দিয়ে পেয়েছে ভিন্ন মাত্রা। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই আশা প্রকাশ করেছেন গানসংশ্লিষ্ট সকলেই।
'মনের দুয়ারে'র লিরিক ভিডিও.....
ভালোবাসা দিবসের আগের রাতে (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে ন্যানসির এই লিরিক ভিডিওটি। 'মনেরও দুয়ারে দাঁড়িয়ে আছো/আছো বুকেরই মাঝে/অনুভবে মিশে আছো গো তুমি/হৃদয় তোমাকে খোঁজে'- এমন হৃদয়ছোঁয়া রোমান্টিক কথা দিয়ে সাজানো হয়েছে গানটি।
রোমান্টিক ঘরানার কথা, মেলোডিয়াস সুর, চমৎকার সংগীত আয়োজন আর সুকণ্ঠী গায়িকার মিষ্টি কণ্ঠে গীত গানটি সবদিক দিয়ে পেয়েছে ভিন্ন মাত্রা। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই আশা প্রকাশ করেছেন গানসংশ্লিষ্ট সকলেই।
'মনের দুয়ারে'র লিরিক ভিডিও.....
No comments