Header Ads

Header ADS

দিন শেষে আক্ষেপ সৌম্য

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের জন্য আক্ষেপ হয়ে থাকল ওপেনার সৌম্য সরকারের উইকেটটি। দিনের খেলা শেষ হওয়ার মাত্র ২ ওভার বাকি থাকতে আউট হন সৌম্য। এ বাম-হাতি ওপেনার ১৫ রান করে উমেশ যাদবের বলে ঋদ্ধিমান শাহ'র হাতে ধরা পড়েন।

 দ্বিতীয় দিনে ১৪ ওভার খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তাতে স্কোর বোর্ডে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ৪১ রান। তামিম ইকবাল ২৪ এবং মুমিনুল হক ১ রানে অপরাজিত আছেন।

 এর আগে শুক্রবার দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৬৮৭ রান সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত। দলের পক্ষে বিরাট কোহলি ২০৪, মুরালি বিজয় ১০৮, ঋদ্ধিমান শাহ ১০৬, চেতেশ্বর পূজারা ৮৩, আজিঙ্কা রাহানে ৮২ এবং রবিন্দ জাদেজা ৬০ রান করেন।

 বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৩টি, মেহেদী হাসান মিরাজ ২টি এবং তাসকিন আহমেদ ১টি উইকেট লাভ করেন।

 এর আগে বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
Powered by Blogger.