Header Ads

Header ADS

স্বামী পর্নোগ্রাফিতে আসক্ত, আদালতে স্ত্রী

স্বামী পর্নোগ্রাফিতে আসক্ত! দাম্পত্য জীবন অসহনীয় হয়ে উঠেছে- সুপ্রিম কোর্টে এমনই অভিযোগ জানিয়েছেন এক নারী। অবিলম্বে তিনি সব পর্নোসাইট বন্ধেরও দাবী জানিয়েছেন।

 ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। সেখানে এক নারী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, তার স্বামী একজন শিক্ষিত মানুষ। কিন্তু পর্নোগ্রাফিতে মারাত্মক আহত। এতে ব্যহত হচ্ছে তার দাম্পত্যজীবন। অতিষ্ট মহিলা আদালতে এর সমাধান চান। অবিলম্বে ভারতের সব পর্নোসাইট বন্ধেরও দাবী জানান।

আবেদনকারী মহিলা একজন সমাজকর্মী। তিনি আদলতে জানান, তার ৩০ বছরের সুখী বিবাহিত জীবন। দুটি সন্তানও রয়েছে। কিন্তু সমস্যা শুরু হয় ২০১৫ সালে। ওই সময় থেকে পর্নোসাইট খুব সহজলভ্য হওয়ায় তার স্বামী এগুলোতে আসক্ত হয়ে পড়েন। এখন তিনি  মানসিক বিকৃতির পরিচয় দিচ্ছেন।

আদালত অবশ্য ওই নারীকে আশ্বস্ত করেছেন। বলেছেন, সমস্যা সমাধানে শিগগিরই প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে বসবেন।

No comments

Powered by Blogger.