Header Ads

Header ADS

বার্সার দুর্দিনে শাকিরার ৪-০

সময়টা বড্ড খারাপ বার্সেলোনার। পিএসজির কাছে বুধবার রাতে চ্যাম্পিয়নস লীগে উড়ে গেছে ৪-০ গোলে।

এই হারে এক রকম লীগ শিরোপার শেষ দেখে ফেলেছে বার্সোলোনার সমর্থকরা। কারণ বার্না ব্যুতে ফিরতি লেগে ৫-০ গোলের জয় শুধু স্বপ্নেই ভাবা সম্ভব।

পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে রীতিমত মেসিদের ধুয়ে দিচ্ছে স্পেন ও ফরাসি মিডিয়া। এরই মধ্যে ভাইরাল হয়েছে বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকের গার্লফ্রেন্ড কলম্বিয়ান জনপ্রিয় পপগায়িকা শাকিরার একটি ছবি।

ছবিতে তাকে এক হাতে চারটি আঙুল ও অন্য হাতে শূন্য আকৃতি করতে দেখা গেছে। এটিই মূলত পিএসজির কাছে বার্সার ৪-০ গোলে পতিত অবস্থা বোঝানোর জন্য সমর্থকেরা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে।

বাস্তবে কিন্তু শাকিরার এ ছবি বার্সাকে কটাক্ষ করে নয়। গত ২ ফেব্রুয়ারি ছিল এই তারকার জন্মদিন। ৪০তম জন্মদিন উপলক্ষে এমন ভঙ্গি করে ছবি দিয়েছিলেন শাকিরা, সেটিই এখন তার জন্য কাল হতে চলেছে। এখন দেখার এমন ছবির পর শাকিরার পত্নী জেরার্ড পিকে কি বলেন?

No comments

Powered by Blogger.