Header Ads

Header ADS

ষাট বছরে যমজ!‌


বিরল দৃষ্টান্ত। ৬৪ বছর বয়সে যমজ সন্তানের মা হলেন স্পেনের এক নারী। যমজের একটি পুত্র সন্তান এবং অপরটি কন্যা সন্তান।

 যদিও ওই নারীর নামপ্রকাশ করা হয়নি হাসপাতালের পক্ষ থেকে।
মা–শিশু সকলেই সুস্থ আছে।

পুত্র সন্তানটির ওজন প্রায় আড়াই কিলোগ্রাম। কন্যা সন্তানটির ওজন ২.‌২ কিলোগ্রাম। কোনো রকম জটিলতা ছাড়াই অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদপত্র। পাঁচ বছর আগে ওই নারীই একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। ওই একই হাসপাতালে গত বছর ষাটোর্ধ্বো দুই মহিলার সন্তানের জন্ম দিয়েছেন।

২০১৬–তেই ভারতের সত্তরোর্ধ্ব দলজিন্দর কৌর হরিয়ানায় একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

No comments

Powered by Blogger.