Header Ads

Header ADS

সেই জনের সঙ্গে আবারও ডেট করতে চান বুশার্ড!

বাজিতে হেরে 'সম্মান বাঁচাতে' ২ বছরের ছোট তরুণ জনের সঙ্গে ডেটিংয়ে যেতে হয়েছে কানাডিয়ান টেনিস তারকা ইউজিনি বুশার্ডকে। সেই ডেটিংয়ে বুশার্ডকে কী জাদু করলেন জন?

জাদু না করলে বুশার্ড আবারও তার সঙ্গে ডেটিংয়ে যেতে চাইবে কেন? তাহলে টেনিস সুন্দরী ইউজিনি বুশার্ড কি প্রেমে পড়লেন?‌ সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না

আমেরিকার মিসৌরি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং প্রধান জন গোয়ার্কের সঙ্গে প্রথমবার ডেটে গিয়ে এতটাই আনন্দ পেয়েছেন যে দ্বিতীয়বার জনের সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বুশার্ড।

এনবিএর ম্যাচে বেটিংয়ে হেরে গিয়ে বুশার্ডকে ডেটে যেতে হয়। গত বুধবার দুজনে ডেটে যান। এক সঙ্গে গ্যালারিতে বসে বাস্কেটবল ম্যাচ দেখেন। এরপর দুজনে চলে যান ডিনারে। শহরের এক পাঁচতারা হোটেলে ডিনার সারেন বুশার্ড–জন। বুশার্ডের জন্য নানা উপহারও নিয়ে এসেছিলেন জন।

ডেটের পর জনের উপলব্ধি ছিল, "জীবনের সেরা দিন কাটালাম। " আর বুশার্ড বলেছিলেন, "আমি সত্যিই লাকি। জনের সঙ্গে ডেটে এসে দারুণ সময় কাটিয়েছি। ওর মধ্যে কোনও জড়তা ছিল না। "

দুজনে এক সঙ্গে ছবিও তোলেন। যেখানে দেখা যায় বুশার্ডের গালে চুমু খাচ্ছেন জন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন বুশার্ডই।এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু শনিবারই বুশার্ড যা বললেন, তা কানাডিয়ান সুন্দরীর ভক্তদের হৃদয় ভেঙে দেওয়ার জন্য ছিল যথেষ্ট।

বুশার্ড আবার জনের সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। জানিয়েছেন, "দ্বিতীয় বার জনের সঙ্গে ডেটে যেতে পারলে ভাল লাগবে। " এরপরেই চারিদিকে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। বুশার্ড কি তাহলে প্রেমে পড়লেন!‌

উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। তবে আচমকা ডেটে যাওয়ার ঘটনা নতুন নয়। বুশার্ডের আগে অভিনেত্রী মিলা কুনিস ২০১১ সালে আমেরিকার এক নৌসেনাকর্মীর সঙ্গে ডেটে গিয়েছিলেন। আমেরিকার গায়ক জাস্টিন টিম্বারলেক এক তরুণীর মন রাখতে ডেটে যান। তারা কেউই কিন্তু প্রেমে পড়েননি। বুশার্ডের ক্ষেত্রে উল্টোটা হয় কিনা সেটাই দেখার।

No comments

Powered by Blogger.