Header Ads

Header ADS

জল ঘোলা করে বিএনপি এই ইসি মেনে নিয়েছে

আসন্ন ১৮ উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গাধা জল একটু ঘোলা করে খায়। ’ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডি প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা সবই মেনে নেবে। শুনেছি ১৮টি উপজেলা নির্বাচনে অবশেষে বিএনপি অংশ নিয়েছে। তার অর্থ হলো দেরিতে হলেও জল ঘোলা করে তারা (বিএনপি) এই ইসি মেনে নিয়েছে। ’

সেতুমন্ত্রী বলেন, ‘আশা করি, আগামী জাতীয় নির্বাচনেও তারা আসবে। নির্বাচনে আসা ছাড়া আর কোনো বিকল্প তাদের নেই। নিবন্ধন হারিয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশঙ্কা তাদের নির্বাচনে নিয়ে আসবে। ’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে আপনারা হালকাভাবে দেখবেন না। আওয়ামী লীগ বিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্লাটফর্ম বিএনপি। কোনো কারণে তারা হালকা প্রতিদ্বন্দ্বী নয়। কাজেই নিজেরা নিজেরা ঝগড়া-ঝাঁটি করলে শেষ পর্যন্ত এই দুর্বলতার সুযোগ অন্যরা নেবে। ’

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মান্নান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আগামী ৬ মার্চ ১৮টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। এতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি বিএনপি অংশ নিচ্ছে বলে জানা গেছে। যদিও নতুন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে দলটির নেতারা মন্তব্য করেছেন।

No comments

Powered by Blogger.