Header Ads

Header ADS

'তোমার শরীরে কিছুর শেপই ঠিক নেই'

'বডি শেমিং'র শিকার হয়েছেন বহু তারকা। এবার সেই তালিকায় নাম এলো বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার।

সম্প্রতি একটি মার্কিন টিভি শো-এ গিয়ে প্রিয়াঙ্কা শেয়ার করলেন নিজের বডি শেমিংয়ের সেই ঘটনা।

প্রিয়াঙ্কা বলেন, তখনও আমি অভিনেত্রী হিসেবে পরিচিতি পাইনি। মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছি। এক প্রযোজকের সঙ্গে কাজ নিয়েই কথা বলতে গিয়েছিলাম।'

তিনি বলেন, 'ওই প্রযোজক বলেন- আমার শরীরের নাকি কিছুই ঠিক নেই। কোনো কিছুর শেপই ভাল নয়। এমনকি নাকটাও খুব খারাপ।'

এসব শুনে ওই শোয়ের অ্যাঙ্কর প্রশ্ন করেন, 'এটা আপনার আসল নাক তো?' উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন নায়িকা।

তারপর তিনি বলেন, 'অবশ্যই এটা আমার আসল নাক। প্লিজ সকলকে বলে দিন এটা। কারণ অনেকেই ভাবেন, নাক নিয়ে আমি নাকি অনেক কিছু করেছি।'
Powered by Blogger.