এবার হীরার স্মার্টফোন!
স্মার্টফোন একবার হাত থেকে পরে গেলে ফোনের স্ক্রিন গেলো। তা আর দেখতে হবে না। সঙ্গে সঙ্গে অকেজো হয়ে যায় আপনার স্মার্টফোন। আপনি অনেক সময় মনে মনে ভাবেন ফোনের স্ক্রিনটা যদি এমন কিছু দিয়ে তৈরি হতো যা সহজে ভাঙবে না তবে এর থেকে ভালো কিছু হতো না। এবার এমনটাই হতে যাচ্ছে। আর এটা কোনো গালগল্প নয়। এ বছরের শেষে এমন স্ক্রিনযুক্ত ফোন বাজারে দেখা যেতে পারে। ফোনের স্ক্রিন ফেটে যাওয়া ঠেকাতে ব্যবহার করা হবে ডায়মন্ড। অর্থাৎ ফোনে হীরা ব্যবহার শুরু হচ্ছে।
এ কাজে এগিয়ে আসছে ‘এখান সেমিকন্ডাক্টর’ সংস্থা। একটি সূত্র থেকে জানা গেছে বর্তমানে স্মার্টফোনে যেসব স্ক্রিন তৈরি হচ্ছে, সে তুলনায় ডায়মন্ড গ্লাসে তৈরি স্ক্রিন হবে আরো শক্তিশালী, শক্ত ও ঝকঝকে। ওই স্ক্রিনকে বলা হচ্ছে ‘মিরেজ ডায়মন্ড গ্লাস’। এই গ্লাস দিয়ে স্মার্টফোন তৈরিতে বেশ কয়েকটি স্মার্টফোন নির্মাতা সংস্থার সঙ্গে কথাবার্তাও চলছে। গরিলা গ্লাস বা রেগুলার কাচের ওপর হীরা ব্যবহারের ফলে স্মার্টফোন ৬ থেকে ১০ গুণ বেশি শক্তিশালী হবে। এতে ফোন ভাঙবে না আবার তাপও নিয়ন্ত্রণে থাকবে।
এ কাজে এগিয়ে আসছে ‘এখান সেমিকন্ডাক্টর’ সংস্থা। একটি সূত্র থেকে জানা গেছে বর্তমানে স্মার্টফোনে যেসব স্ক্রিন তৈরি হচ্ছে, সে তুলনায় ডায়মন্ড গ্লাসে তৈরি স্ক্রিন হবে আরো শক্তিশালী, শক্ত ও ঝকঝকে। ওই স্ক্রিনকে বলা হচ্ছে ‘মিরেজ ডায়মন্ড গ্লাস’। এই গ্লাস দিয়ে স্মার্টফোন তৈরিতে বেশ কয়েকটি স্মার্টফোন নির্মাতা সংস্থার সঙ্গে কথাবার্তাও চলছে। গরিলা গ্লাস বা রেগুলার কাচের ওপর হীরা ব্যবহারের ফলে স্মার্টফোন ৬ থেকে ১০ গুণ বেশি শক্তিশালী হবে। এতে ফোন ভাঙবে না আবার তাপও নিয়ন্ত্রণে থাকবে।
No comments