পুতিনের বিরুদ্ধে বিষ প্রয়োগের অভিযোগ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ভ্লাদিমির কারা মুরজাকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ইয়েভজেনিয়া। ২০১৫ সালে কিডনি অকেজো হয়ে কারা মুরজা প্রায় মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তার স্ত্রী ইয়েভজেনিয়ার দাবি মুরজাকে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা চালানো হয়। দ্য ডেইলি বিস্ট এ খবর জানিয়েছে।
সেসময় ফরাসি এক গবেষণাগার জানায়, তার রক্তে উচ্চমাত্রার ধাতব পদার্থের সন্ধান পাওয়া গেছে। কিন্তু ওই পদার্থটির নাম তারা বলতে পারেননি। গত সপ্তাহে মুরজাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কোমায় আছেন।
