Header Ads

Header ADS

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় আফ্রিদির

টেস্ট ছেড়েছেন সেই ২০১০ সালে। ২০১৫ বিশ্বকাপের পর বিদায় জানান ওয়ানডে ক্রিকেটকেও। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে তার পদচারণা ছিল শুধু টি ২০’র আঙ্গিনায়। কিন্তু ২০১৬ টি ২০ বিশ্বকাপের পর পাকিস্তান জাতীয় দলে

আর সুযোগ পাননি। প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকার পর শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন শহীদ আফ্রিদি। কিংবদন্তি এই অলরাউন্ডারের অবসরের মধ্যদিয়ে পাকিস্তান ক্রিকেটের বর্ণময় একটি অধ্যায়েরই সমাপ্তি ঘটল। প্রায় ২১ বছর আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন আফ্রিদি। কিন্তু মাঠ থেকে বিদায় নেয়ার

সুযোগ পেলেন না। পাকিস্তানের ঘরোয়া টি ২০ লীগ পিএসএলে খেলার ফাঁকে রোববার রাতে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আফ্রিদি। শারজায় পেশোয়ারের হয়ে করাচির বিপক্ষে ২৮ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পর তিনি জানিয়ে দেন, ‘আন্তর্জাতিক

ক্রিকেটকে আমি বিদায় বলে দিয়েছি। এখন আমি আমার ভক্তদের জন্য খেলছি। পিএসএলে আরও দুই বছর খেলতে চাই। তবে আন্তর্জাতিক

ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এখন আমার কাছে আমার দাতব্য সংস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশের হয়ে সব সময় আমি দায়িত্ব নিয়ে ও পেশাদারিত্বের সঙ্গে খেলেছি।’

১৯৯৬ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই ৩৭ বলে সেঞ্চুরি করে হৈচৈ ফেলে দিয়েছিলেন আফ্রিদি। সেই থেকে তার নাম হয়ে যায় ‘বুুম বুম’ আফ্রিদি। তার দ্রুততম ওয়াডে শতকের রেকর্ডটি টিকে ছিল প্রায় ১৮ বছর। বিস্ফোরক ব্যাটিং ও কার্যকর লেগ-স্পিন দিয়ে আফ্রিদি হয়ে ওঠেন এই গ্রহের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার। একইসঙ্গে বারবার বিতর্কে জড়িয়েছেন। কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং ও দিশাহীন নেতৃত্বের জন্য হয়েছেন সমালোচিত। গত বছর টি ২০ বিশ্বকাপ শেষে চাপের মুখে নেতৃত্ব ছাড়লেও অবসরের প্রতিশ্রুতি থেকে সরে এসেছিলেন আফ্রিদি। কিন্তু ৩৭ ছুঁইছুঁই বয়সে সেই পথেই হাঁটতে হল তাকে। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে ও ৯৮টি টি ২০ খেলা আফ্রিদি এবার অবসরের সিদ্ধান্তে অটল থাকতে পারবেন তো? এএফপি।

আফ্রিদির আন্তর্জাতিক ক্যারিয়ার

ম্যাচ রান সর্বোচ্চ গড় ১০০/৫০ উইকেট সেরা বোলিং

টেস্ট ২৭ ১৭১৬ ১৫৬ ৩৬.৫১ ৫/৮ ৪৮ ৫/৫২

ওয়ানডে ৩৯৮ ৮০৬৪ ১২৪ ২৩.৫৭ ৬/৩৯ ৩৯৫ ৭/১২

টি ২০ ৯৮ ১৪০৫ ৫৪* ১৮.০১ ০/৪ ৯৭ ৪/১১

No comments

Powered by Blogger.