ধোনি-স্মিথের সাথে খেলতে তর সইছে না স্টোকসের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভারতের মহেন্দ্র সিং ধোনি ও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করতে পারাটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বেন স্টোকস। আইপিএল দশম আসরের নিলাম রেকর্ড সাড়ে ১৪ কোটি রুপিতে ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নিয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। এক দলে আছেন ধোনি ও স্মিথ। তাই ধোনি ও স্মিথের সাথে মাঠের লড়াইয়ে নামতে আর তর সইছে না স্টোকসের।
তিনি বলেন, ‘ধোনি ও স্মিথের সাথে খেলতে মুখিয়ে আছি আমি। ধোনি বিশ্বসেরা খেলোয়াড়। স্মিথও তাই। দু’জনের সাথে ড্রেসিংরুম শেয়ার করাটা দারুণ হবে।’
নিলামে নিজের দর দেখে চোখ ছানাবড়া স্টোকসের, ‘এটি জীবন বদলে দেয়া অঙ্ক। এ ব্যাপারে বলার কোনো ভাষা নেই। রাত সাড়ে তিনটায় অ্যালার্ম দিয়ে আইপিএল দেখতে উঠি। লাইভ স্ট্রিমিং-এ সমস্যা হওয়ায় টুইটারে দেখি। আমার নিলাম শেষে ঘুমিয়ে পড়ি।’
তিনি বলেন, ‘ধোনি ও স্মিথের সাথে খেলতে মুখিয়ে আছি আমি। ধোনি বিশ্বসেরা খেলোয়াড়। স্মিথও তাই। দু’জনের সাথে ড্রেসিংরুম শেয়ার করাটা দারুণ হবে।’
নিলামে নিজের দর দেখে চোখ ছানাবড়া স্টোকসের, ‘এটি জীবন বদলে দেয়া অঙ্ক। এ ব্যাপারে বলার কোনো ভাষা নেই। রাত সাড়ে তিনটায় অ্যালার্ম দিয়ে আইপিএল দেখতে উঠি। লাইভ স্ট্রিমিং-এ সমস্যা হওয়ায় টুইটারে দেখি। আমার নিলাম শেষে ঘুমিয়ে পড়ি।’
No comments