Header Ads

Header ADS

বেশি সুন্দরী তাই চাকরি গেল তরুণীর!

চেহারা বেশি সুন্দর! আর এ কারণেই চাকরি খোয়াতে হলো এক ব্রিটিশ তরুণীকে। লন্ডনের টেলিভিশন চ্যানেল ‘ইউনিট টিভি’তে কর্মরত ছিলেন এমা হালস। ‘অতিসুন্দর’ হওয়ার কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে অভিযোগ তার।

একটি মডেলিং প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা ছিল হালসের। তবে সেটা ছিল অফিস টাইমের পরে। তার অভিযোগ, কোম্পানি এটি মেনে নিতে চায়নি। তারা চেয়েছে, হালস লাল গালিচায় না হাঁটুক।

তিনি জানান, তার কোম্পানির ম্যানেজার তাকে ডেকে নিয়ে পাঁচ মিনিটের মধ্যে অফিস ত্যাগের জন্য বলেন। হালস বলেন, ‘আমাদের প্রতিদিন সকাল ৬টায় অফিস শেষ করতে হয়। আমি সন্ধ্যা সাড়ে ৯টায় অফিসে গেলাম। একজন এসে আমাকে বোঝাতে লাগল, আমার অন্য কিছু করা উচিত।’

এরপর তারা আমাকে ছুটিতে পাঠাল। পরে আমার নিয়োগকর্তা মেসেজ করে জানালেন, আমি আর তাদের কাজের যোগ্য নই।’- বলেন হালস।

পরে ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য অফিসে যান তিনি। ম্যানাজার তাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি একজন মডেল?’ হালস বলেন, ‘আমার তখন লিপস্টিক লাগানো ছিল। তবে এটা মোটেও অযথার্থ ছিল না। আমি শার্ট ও ট্রাউজারস পরা ছিলাম। আমার কখনোই মনে হয়নি, আমাকে বেখাপ্পা লাগছে। পরে ম্যানেজার আমার নম্বর নিলেন এবং একসঙ্গে ড্রিংক করার পরামর্শ দিলেন।’

তিনি বলেন, বাড়ি পাঠিয়ে দেয়ায় তিনি হতাশ হয়েছেন। তার ভাষায়, ‘তারা সরল দৃষ্টির কাউকে খুঁজছে। আমার চেহারা কারণেই আমাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

No comments

Powered by Blogger.