Header Ads

Header ADS

বার্সায় না ফেরার ঘোষণা গার্দিওলার

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ভক্তরা ক্লাবটির ম্যানেজার হিসেব পেপ গার্দিওলাকে ভাবতে শুরু করেছিলেন। কিন্তু সেই ভাবনাকে উড়িয়ে দিয়ে বার্সায় না যাওয়ার ঘোষণা দিয়েছেন গার্দিওলা।

ফলে লিওনেল মেসি এবং গার্দিওলা জুটিকে ভবিষ্যতে আর দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই।

এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, কোচ হিসেবে আমি আর কখনও বার্সেলোনায় যাবো না। বার্সাকে যা দেয়ার ছিল আমি তা দিয়েছি। খবর স্পোর্টসকিডার।

ক্লাব বার্সার সেরা কোচ পেপ গার্দিওলা। ২০০৮ সালে বার্সার ম্যানেজারের দায়িত্ব নেন। ওই মৌসুমেই ট্রেবল জেতেন গার্দিওলা। অর্থাৎ দায়িত্ব পাওয়ার মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেলরে এবং লা লিগার শিরোপা জেতান বার্সাকে।

কোচ হিসেবে বার্সার হয়ে ১৪টি শিরোপা জিতিয়েছেন পেপ গার্দিওলা। তবে ২০১৩ সালে বার্সা থেকে গার্দিওলাকে ছাঁটাই করা হয়। বার্সা ছাড়ার পর গার্দিওলা যোগ দেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে। সেখানে তিনটি মৌসুমে সফলভাবে দায়িত্ব পালন করেন পেপ।

বায়ার্ন ছাড়ার পর পেপের জায়গা হয় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। কোচ হিসেবে বার্সার দায়িত্ব পালনের আগে ক্লাবটির মিডফিল্ডার হিসেবে ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছেন গার্দিওলা। ওই সময় কোচের দায়িত্বে থাকা জোহান ক্রইফের সঙ্গে ১৬টি শিরোপা জেতান বার্সাকে।

এদিকে লুইস এনরিকের অধিনে ক্লাব বার্সার পারফরম্যান্স নিয়ে হতাশ ভক্ত ও ক্লাবটির কর্তৃপক্ষ। পিএসজির কাছে প্রথম লেগে ৪-০ গোলের ব্যবধানে হারের পর ব্যাপক চাপে আছেন এনরিকে। ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে যেতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

তাছাড়া লা লিগায় বার্সার চেয়ে এগিয়ে রয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। হাতে রয়েছে আরও ২ ম্যাচ। অন্যদিকে ৪৮ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান দুইয়ে।

ধারণা করা হচ্ছে চলতি মৌসুম শেষেই লুইস এনরিকেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে।

গার্দিওলা পিএসজির কাছে বার্সার হার নিয়েও কথা বলেন। তিনি বলেন, ফুটবল ৯০ মিনিটের খেলা। এখানে যেকোনো কিছুই ঘটতে পারে। পিএসজির কাছে বার্সা ৪-০ গোলে হেরেছে। এটা তো আমার ক্ষেত্রেও ঘটতে পারে।

এদিকে মেসিকে ম্যানচেস্টার সিটিতে নেয়ার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন গার্দিওলা। তিনি বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার বিশ্বাস, মেসি বার্সেলোনাতেই তার ক্যারিয়ার শেষ করবে।

No comments

Powered by Blogger.