প্রিয়াঙ্কাকে হারিয়ে দিয়ে চীনা মুভিতে দীপিকা!

পরিচালক জানিয়েছিলেন, এমন কাউকে নায়িকা করতে চান, যার আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়তা ভালোই রয়েছে। হিসেব মতো সকলে ধরে নিয়েছিলেন 'ব্যাং ব্যাং' খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের আগামী ছবির নায়িকা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এখন শোনা যাচ্ছে, তার ভারত-চীন ছবির প্রধান নারী চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে!
গত বছরই জানা গিয়েছিল ভারত-চীন প্রযোজিত দুটি ছবি তৈরি হচ্ছে ইরস ইন্টারন্যাশনালের ফ্র্যাঞ্চাইজি ফিচার ফিল্ম স্টুডিও 'ট্রিনিটি পিকচার্স' এবং চীনের প্রযোজনা সংস্থার যৌথ প্রয়াসে। দুটো ছবির মধ্যে একটার পরিচালক কবীর খান, অন্যটির সিদ্ধার্থ আনন্দ। তিনি বলেছিলেন, ''একটা ক্রস কালচারাল লাভ স্টোরি তৈরি করছি। গল্পের প্রেক্ষাপট বেইজিং। আন্তর্জাতিক স্তরে যার জনপ্রিয়তা রয়েছে, তেমন কোনো অভিনেত্রীকেই নায়িকা করব। '' ইঙ্গিতটা সে সময়ে প্রিয়াঙ্কার দিকেই ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, দীপিকাই বাজি মেরে বেরিয়ে গেলেন। নায়িকার মুখপাত্র জানিয়েছেন, দীপিকা ছবি করতে রাজি হয়েছেন। ছবির ওয়ার্কিং টাইটেল, 'লাভ ইন বেইজিং'।
No comments