কিম জং উনের সৎভাই ন্যামকে ‘বিষ প্রয়োগে হত্যা’

দক্ষিণ কোরিয়ার চোসান টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়েছে, দুজন অপরিচিত নারী ন্যামকে কুয়ালালামপুর বিমানবন্দরে বিষ প্রয়োগে হত্যা করেছেন।
চোসান টেলিভিশন চ্যানেলটির দাবি, ওই দুই নারী উত্তর কোরিয়ার বলে তাঁরা ধারণা করছেন।
No comments