মেসির কড়া সমালোচনা

চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে উড়ে যায় বার্সেলোনা। মঙ্গলবার রাতে প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে অনেকের মতে বর্তমানে বিশ্বসেরা তারকা মেসিকে খুঁজেই পাওয়া যায়নি।
ফরাসি চ্যাম্পিয়নদের দুর্দান্ত জয়ে জোড়া গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। একটি করে গোল করেন ড্রাক্সলার ও কাভানি।
দলের প্রয়োজনের মুহূর্তে মেসির বাজে পারফরম্যান্সের সমালোচনা করে ফার্দিনান্দ বলেন, ‘তার পারফরম্যান্স ছিল ম্লান। সে ছিল ধীর গতির। তাকে বিমর্ষ দেখাচ্ছিল, কোনো পরিকল্পনাই যেন করতে পারছিল না। তবে সেও তো মানুষ।’
আর্জেন্টিনার অধিনায়কের সমালোচনায় লিভারপুলের সাবেক তারকা মিডফিল্ডার জেরার্ড বলেন, ‘সে কোনো চেষ্টাই করতে পারেনি। পুরো ম্যাচে সে কিছুই করেনি।’
No comments