Header Ads

Header ADS

পেশোয়ার জালমির শ্বাসরুদ্ধকর জয়

পিএসলে টানটান উত্তেজনার লো স্কোরিং ম্যাচে রোববার লাহোর কালান্দার্সকে ৩ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমি।

আগে ব্যাট করে মাত্র ৫৯ রানে অলআউট হয় ব্রেন্ডন ম্যাককালামের লাহোর। শুরুতে ৯ রানে ৩ উইকেট হারানোর পর তারা আর ঘুরে দাড়াতে পারেনি। ৫৯ রানের মধ্যে পাকিস্তানি ব্যাটসম্যান ফারাজ জামান ৩৩ রান করেন একাই। পেশোয়ারের পক্ষে হাসান আলী ৩, ক্রিস জর্ডান ২ উইকেট নিয়েছেন।

ছোট টার্গেট তাড়া করতে নেমে ৪ রানের মধ্যেই দুই উইকেট হারায় শহিদ আফ্রিদির পেশোয়ার। ২৪ রানে তৃতীয় উইকেট হারায় দলটি। তবে এক প্রান্তে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান ছিলেন কিছুটা সাবলীল।

তবে এরপর জমে উঠে খেলা, দলীয় রান ৪৭ থেকে ৪৮ এ পৌছতে বিদায় নেন শহিদ আফ্রিদি, শোয়েব মকসুদ ও ইয়ন মরগান। এরপর দলীয় ৫১ রানে ফিরে যান অধিনায়ক ড্যারেন স্যামীও।

মরগান ২৬ বলে ২৩ ও আফ্রিদি এক ছক্কা, এক চারে ১৩ রান করেন। তবে শেষ মূহুর্তে ম্যাচ জমিয়ে তোলার মূল নায়ক পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়েছেন ইয়াসির।
এরপর আর কোন উইকেট না পরলেও ওয়াহাব রিয়াজ ও ক্রিস জর্ডানকে খেলতে হয়েছে ১৭তম ওভারের শেষ বল পর্যন্ত।

No comments

Powered by Blogger.