Header Ads

Header ADS

মুক্তির আগেই 'বাহুবলী ২' সিনেমার আয় ৫০০ কোটি!

'বাহুবলী: দ্য বিগিনিং' সিনেমা দিয়ে ২০১৫ সালে সিনেমা জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন এস এস রাজামৌলি। তখনই ঘোষণা দিয়েছিলেন খুব শিগগিরই 'বাহুবলী: দ্য বিগিনিং' সিনেমার সিক্যুয়াল নির্মাণ করবেন।

ঘোষণা অনুযায়ী কাজও শুরু করেছেন রাজমৌলি। নির্মাণ করছেন সিক্যুয়াল 'বাহুবলী: দ্য কনক্লুশন'। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত এই সিনেমা। তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি।

এই সিনেমা নিয়ে সিনেমা প্রেমীদের মনে প্রত্যাশা অনেক। তবে শুরুর আগেই যে এমন খেল দেখাতে শুরু করবে 'বাহুবলী: দ্য কনক্লুশন' তা কল্পনা করতে পারেননি সিনেপ্রেমীরাও। মুক্তির আগেই ৫০০ কোটির ক্লাবে ঢুকে গেছে 'বাহুবলী: দ্য কনক্লুশন'।

'বাহুবলী: দ্য বিগিনিং' সিনেমা মুক্তির পর সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে প্রবেশ করেছিল ৫০০ কোটির ক্লাবে। সিক্যুয়েলে সেই রেকর্ডও ভাঙল বাহুবলী।

Powered by Blogger.