একটি বই বদলে দিয়েছে কোহলিকে
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামার আগে তার এক টুইট আলোচনায় এসেছে।শনিবার ‘অটোবায়োগ্রাফি অফ আ যোগী’ বই হাতে কোহলি তার ছবি টুইট করেন। এটি বাঙালি ধর্মীয় যোগগুরু পরমহংস যোগানন্দের আত্মজীবনী।
কোহলির টুইটের মোদ্দা কথা, এটা তার অন্যতম প্রিয় বই। এই বইটা ঠিকঠাক বুঝতে পারলে এবং বইয়ের শিক্ষাটা কাজে লাগাতে পারলে একজনের জীবনদর্শনই পাল্টে যাবে।
তিনি লেখেন, 'আমি এই বইটা ভালবাসি। যাদের সাহস আছে নিজের চিন্তা-ভাবনা, নিজের দর্শনকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলার, তাদের অবশ্যই এই বইটা পড়া দরকার।'
প্রায় ১শ' বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে ধর্মীয় বিজ্ঞানের প্রচার শুরু করেছিলেন যোগানন্দ। পাশাপাশি যোগ এবং ধ্যানের ক্ষমতা গোটা বিশ্বে ছড়িয়ে দেন তিনি।
১৮৯৩ সালের ৫ জানুয়ারি গোরক্ষপুরের এক বর্ধিষ্ণু বাঙালী পরিবারে তার জন্ম। নাম ছিল মুকুন্দ লাল ঘোষ। সেখান থেকে ভারতীয় যোগকে তিনি ছড়িয়ে দেন বিশ্বে।
১৯৫২ সালের ৭ মার্চ লস অ্যাঞ্জেলসে মারা যান যোগানন্দ। এ বছর তার আত্মজীবনীর ৭০ বছর পূর্তি। যে বই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। যে বই এখন ভারত অধিনায়কের সঙ্গী।
বিরাট কোহালির ফিটনেস মন্ত্র, বিরাট কোহালির ফ্যাশন, বিরাট কোহালির ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এত দিন চর্চা হতো সোশ্যাল মিডিয়ায়। এবার হঠাৎ বিরাট সামনে নিয়ে এলেন তার আর এক সত্তাকে। যে বিরাট যোগ, ধ্যানের মধ্য দিয়ে খুঁজে নেন লড়াইয়ের রসদ।
বিরাট টুইটে আরও লিখেছেন, ‘ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন আরও ভাল কাজ করার দিকে।’
শনিবার আবার কোহালিকে দেখা যায়, এক ঝাঁক বাচ্চার সঙ্গে সেলফি তুলছেন এবং তার আরও একটি টুইট, ‘এই ছোট্ট দেবদূতদের সঙ্গে কথা বলতে পেরে দারুণ লাগছে। কী নিষ্পাপ!’
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট। তার আগে ভারতীয় ক্রিকেটাররা এখন নিজেদের মতো করে প্রস্তুত হচ্ছেন।
No comments