Header Ads

Header ADS

এবার জামালপুরে সেতু ভেঙ্গে পানিতে পড়ল ট্রাক

জামালপুর-মাদারগঞ্জ সড়কের মেলান্দহের দাতভাঙ্গা স্টিল সেতুটি আজ রবিবার দুপুরে আকস্মিকভাবে ভেঙ্গে পড়েছে। এতে সিমেন্ট ভর্তি একটি ট্রাক পানিতে পড়ে গেছে এবং জামালপুর-মাদারগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর-মাদারগঞ্জ সড়কের মেলান্দহের দাতভাঙ্গা স্টিল সেতুর উপর আজ রবিবার দুপুরে ঢাকা থেকে মাদারগঞ্জগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক উঠে। এ সময় অতিরিক্ত মাল বোঝাই ট্রাকের ওজনে সেতুর একাংশ ভেঙ্গে ট্রাকসহ সেতুটির নিচে পানিতে পড়ে যায়। ট্রাকটিতে শাহ সিমেন্টের ৩৫ টন সিমেন্ট ছিল।

খবর পেয়ে সড়ক বিভাগের প্রকৌশলীরা ঘটনাস্থলে গেছেন। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনার পর থেকে জামালপুর-মাদারগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জামালপুর সড়ক বিভাগ-১ এর উপবিভাগীয় প্রকৌশলী খন্দকার মোঃ শহীদুল আলম জানান, ১৮৫ মিটার দীর্ঘ সেতুটি ৩৭ মিটার ভেঙ্গে পড়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তবে ওই ভাঙ্গা সেতু মেরামত করে পুনরায় সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে অন্তত, ৭ দিন সময় লাগবে।

No comments

Powered by Blogger.