Header Ads

Header ADS

প্রেমিকার ‘‌ক্যান্সার’ ফাঁদে নিঃস্ব হলেন প্রেমিক!

ক্যান্সার হয়েছে প্রেমিকার, জানতে পেরে ভেঙে পড়েছিলেন প্রেমিক। ক্যান্সার আক্রান্ত মিশেল জিপকে বাঁচানোর সব ধরনের চেষ্টা করেছেন। প্রেমিকার চিকিৎসার জন্য উজাড় করে দিয়েছেন

 নিজের যাবতীয় সঞ্চয়। এছাড়া বাইরে থেকে ঋণও করেছিলেন। সেই টাকাতেই চলছিল চিকিৎসা। কিন্তু গত একমাসে প্রেমিকার আচরণ সন্দেহজনক লাগে প্রেমিকের।

 দু’জনেই পেনসিলভেনিয়ার বাসিন্দা। তবু প্রেমিকের সঙ্গে দেখা করতে চাইছিলেন না মিশেল জিপ। এড়িয়ে যাচ্ছিলেন চিকিৎসকের অ্যাপয়েনমেন্টও। 
 
খোঁজ-খবর নিতেই মিশেল সম্পর্কে যা তথ্য হাতে এলো তাতে ওই যুবক হতচকিত। ক্যান্সার তো দূরের কথা মিশেলের কোনো জ্বরও হয়নি। সম্পূর্ণ সুস্থ সে। 
ক্যান্সারের দোহাই দিয়ে অক্টোবর মাস থেকে শুধু প্রেমিকের পকেট সাফ করেছে। পুরোটাই পরিকল্পনা মাফিক।   
ফেসবুকে , হোয়াটসঅ্যাপে কথা হলেও মিশেল কেন দেখা করতে চাইতেন না, এতদিনে বুঝতে পেরেছেন তিনি।
এমনকী চিকিৎসকের কাছেও একাই যেতেন মিশেল। কিন্তু এই গোটা বিষয়টি বুঝতেই কেটে গেছে অনেকটা সময়। ততদিনে প্রেমিকের পকেট সাফ করে ফেলেছে ঠকবাজ প্রেমিকা। 
এখন ঘাড়ের ওপর ঝুলছে বিশাল ঋণ। এক প্রকার কপর্দকশূন্য হয়েই ঘুরতে হচ্ছে তাঁকে। ‌

No comments

Powered by Blogger.