Header Ads

Header ADS

এবার আসছে দেবের ‘চাঁদের পাহাড় ২’

‘চাঁদের পাহাড়’-এর পর এখন ‘চাঁদের পাহাড়-২’ নিয়ে দর্শকদের সামনে আসছেন ঢালিউডি কিং দেব। এ ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবির শুটিংও প্রায় শেষ পর্যায়ে। শুরু হয়ে গেছে ছবি এডিটিংয়ের কাজ। চলতি বছর মুক্তি পাবে ছবিটি।

ছবিটি সম্পর্কে ভারতীয় গণমাধ্যমে পরিচালক জানান, চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ‘চাঁদের পাহাড়-২। এই ছবিতে প্রচুর রোমাঞ্চকর দৃশ্য আছে। যার মধ্যে অ্যামাজন অভিযানে শিহরণ তুলবে। এ ছবিটিতে অ্যানাকোন্ডা ছাড়া ব্ল্যাক কায়ামনস, জাগুয়ার, র‌্যাটেলস্নেক-এর মতো বন্যজগতের বাসিন্দাদের রাখা হয়েছে। এমনকি ছবির বিভিন্ন জায়গায় পানির তলায় দেবের প্রচুর রোমাঞ্চকর দৃশ্য শুট করা হয়েছে। এর জন্য দেবকে সাঁতারের প্রশিক্ষণও নিতে হয়েছে।



ছবির একটি জায়গায় মাঝ সমুদ্রে জাহাজ ডুবে যাবে জানিয়ে এ পরিচালক জানান,  ডুবন্ত সেই জাহাজ থেকে সাঁতরে পাড়ে আসতে হবে দেবকে। এই দৃশ্যের জন্য দেব নিজেও খুব উত্তেজিত। এমন দৃশ্য ছাড়াও, তাঁকে কুমির, ব্ল্যাক প্যান্থার ও পিরানহাদের সঙ্গেও লড়াই করতে হয় ‘চাঁদের পাহাড় ২’-এর অ্যামাজন অভিযানে।

No comments

Powered by Blogger.