এই সিইসিকে জনগণ মেনে নেবে না: রিজভী

“এজন্যই হারিকেন দিয়ে খুঁজে বহু নাটক করে, বহু পদ্ধতি করে, বহু তামাশা করে, বহু প্রক্রিয়া করে নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশন করে নিয়ে এসেছে তারা।”
“এই কমিশন দিয়ে ফেনী মার্কা নির্বাচন করবেন; প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন্দ্রে গেলে মানুষ রক্তাক্ত হবে অথবা লাশ হবে- এই ধরনের নির্বাচন করার মনোভাব নিয়ে, মনোবাসনা নিয়েই আজকে সিইসি নিয়োগ করা হয়েছে। এটি এদেশের মানুষ কখনও মেনে নেবে না,” বলেন রিজভী।
পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্র বিষয়ে কানাডার আদালতের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা বলেন, বিশ্ব ব্যাংক তাদের অভিযোগ থেকে সরে না আসায় ওই অভিযোগ এখনও প্রাসঙ্গিক।
“অভিযোগটা তখন উঠেছিল কেন? অত্যন্ত নির্ভেজাল অভিযোগ- প্রকাশ্যে মন্ত্রীর নিজস্ব কনট্রাক্টরি ফার্মের প্যাডে চিঠি পাঠানো হয়েছে, সেটা তো আর মিথ্যা নয়। দুর্নীতি, চুরি, জালিয়াতির যে নির্দশন আওয়ামী লীগ সরকার স্থাপন করেছে, সেটি আর কখনও হয়নি।”
রিজভী বলেন, “তারা টেলিভিশনে ফাটিয়ে বক্তব্য দিচ্ছেন-আরে বাপরে বাপ, তারা বিশাল সার্টিফিকেট পেয়ে গেছেন কানাডার আদালত থেকে। এই দেশটাকেই তারা মনে করছে লুটপাট করে ব্যাংক ডাকাতি করে দখল করে রাখবেন। এজন্যই গণতন্ত্রকে তারা অবরুদ্ধ করে রেখেছে।”
সরকারের ‘চরিত্রের কারণেই’ সিলেটে জেলা প্রশাসকের কর্মচারীরা দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের, পুলিশদের আটকে রাখে বলেও দাবি করেন তিনি।
“‘দুর্নীতি-লুটপাট, ব্যাংক ফাঁপা করে দেয়া- সবই সরকারের দুর্নীতির দৃষ্টান্ত। সেজন্যই সিলেটে জেলা প্রশাসকের কর্মচারিরা দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের, পুলিশকে আটকে রাখে। এই দৃষ্টান্তের পরেও কী আপনারা নিজেদের পবিত্র ভাবছেন, দুর্নীতিমুক্ত ভাবছেন?
বিভিন্ন খাত থেকে অর্থ লোপাট করে আওয়ামী লীগের নেতা-মন্ত্রী ও তাদের স্ত্রীরা কানাডাতে বেগমগঞ্জ বানিয়েছেন বলেও অভিযোগ করেন রিজভী।
No comments