বরিশালে আবাসিক হোটেলে দেহ ব্যবসা : ম্যানেজারসহ আটক ১০
বরিশাল নগরীর আবাসিক হোটেল ‘চিল’-এ অভিযান চালিয়ে ম্যানেজার, সাত পতিতা ও দুই খদ্দেরসহ ১০ জনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় মেট্রোপলিটন ডিবি কার্যালয় থেকে পাঠানো ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলো- হোটেল ম্যানেজার সুমন হাওলাদার, খদ্দের শামীম বেপারী, আব্দুল হক নেমান, পতিতা শীলা, সুমি আক্তার, আশা মনি, রিয়া বেগম, রাবেয়া ও কাজল বেগম।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, নগরীর আবাসিক হোটেল চিলে দেহ ব্যবসার গোপন সংবাদ পেয়ে রাতে হোটেলটিতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে দুই খদ্দের ও সাত পতিতাসহ হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হলো- হোটেল ম্যানেজার সুমন হাওলাদার, খদ্দের শামীম বেপারী, আব্দুল হক নেমান, পতিতা শীলা, সুমি আক্তার, আশা মনি, রিয়া বেগম, রাবেয়া ও কাজল বেগম।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, নগরীর আবাসিক হোটেল চিলে দেহ ব্যবসার গোপন সংবাদ পেয়ে রাতে হোটেলটিতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে দুই খদ্দের ও সাত পতিতাসহ হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
No comments