Header Ads

Header ADS

আইপিএলে কত কামাই সাকিব-মুস্তাফিজের?

ক্রিকেটে এখন টাকার ছড়াছড়ি। বিপিএল, আইপিএল আর পিএসএল'র মতো বিভিন্ন লিগে খেলে ক্রিকেটাররা বেশ টাকা কামিয়ে নিচ্ছেন।

তবে সবচেয়ে জৌলুসপূর্ণ লিগ আইপিএলে টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান খেলছেন নিয়মিতই। তবে এই লিগ থেকে সবচেয়ে বেশি আয় করেছেন সাকিব। এবার গোটা মওসুম খেললে তিনি পাবেন ২ কোটি ৮০ লাখ রুপি।

আর মুস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পুরো মওসুম খেললে পাবেন প্রায় ১ কোটি ৪০ লাখ রুপি। খবর এবেলা ইনের।

তবে এবারের আইপিএলে বাংলাদেশের দুই ক্রিকেটার গোটা মওসুম খেলবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আইপিএল শুরু হচ্ছে ৫ এপ্রিল। তার আগে সাকিব-মুস্তাফিজদের শ্রীলংকা সফরে যাওয়ার কথা। 

No comments

Powered by Blogger.