আইপিএলে কত কামাই সাকিব-মুস্তাফিজের?

আর মুস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পুরো মওসুম খেললে পাবেন প্রায় ১ কোটি ৪০ লাখ রুপি। খবর এবেলা ইনের।
তবে এবারের আইপিএলে বাংলাদেশের দুই ক্রিকেটার গোটা মওসুম খেলবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আইপিএল শুরু হচ্ছে ৫ এপ্রিল। তার আগে সাকিব-মুস্তাফিজদের শ্রীলংকা সফরে যাওয়ার কথা।
No comments