Header Ads

Header ADS

সমকামিতাকে স্বাভাবিক বলল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন এক গণবিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে সমলিঙ্গের প্রতি আকর্ষণকে তাদের ভাষায় ঠিক আছে বা 'ওকে' বলে বর্ণনা করা হয়েছে। যদিও দেশটিতে সমকামিতা এখনও বেআইনিই থাকছে।

আইন সংশোধন বা পরিবর্তন ছাড়াই নতুন কম বয়েসী ছেলেমেয়েদের প্রাথমিক প্রজনন স্বাস্থ্য বিষয়ক শিক্ষার কিছু উপকরণে ভারতের সরকার বলছে, কম বয়সী ছেলেমেয়েদের বিপরীত লিঙ্গ কিংবা সমলিঙ্গের কারো প্রতি আকর্ষণ বোধ করাটা স্বাভাবিক।

তবে, সম্পর্ক, তা সমলিঙ্গ কিংবা বিপরীত লিঙ্গর মধ্যে, যাই হোক না কেন, হতে হবে বিশ্বাস ও সম্মানের ভিত্তিতে। এতে আরো বলা হয়, কোনো মেয়ে যদি যৌন সম্পর্ক স্থাপন করতে অস্বীকৃতি জানায়, অর্থাৎ না বলে, সেটাকে না বলেই বিবেচনা করতে হবে।

দেশটির ২৬ কোটিরও বেশি কমবয়সী ছেলেমেয়েদের জন্য নতুন একগুচ্ছ শিক্ষা উপকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় এসব নির্দেশনা দিয়েছে। এতে আরো বলা হয়েছে, কোন ঘটনায় বা আবেগে ছেলে শিশু বা কিশোরদের কান্না পেলে সেটি অস্বাভাবিক নয়।

No comments

Powered by Blogger.