Header Ads

Header ADS

‘বার্সা অকৃতজ্ঞ’

এক দিন আগেই রোনালদো ‘প্রতারক’ বলেছেন বার্সেলোনাকে। ব্রাজিলিয়ান কিংবদন্তি তাঁর দল ছাড়া নিয়ে যে অসন্তোষ এখনো মনে পুষে রেখেছেন, তা সেই ১৯৯৭ সালের কথা।

এত দিনে অনেক কিছু বদলালেও বার্সা কর্তৃপক্ষের চরিত্র বদলায়নি—পরশু দানি আলভেস নতুন করে যে অভিযোগ তুলেছেন তাতে সেই সুর স্পষ্ট।

আলভেসের অভিযোগ বার্সা থেকে ফ্রি ট্রান্সফারে তাঁর জুভেন্টাসে যাওয়ায় কাতালান ক্লাব কর্তৃপক্ষ তাঁর সঙ্গে অকৃতজ্ঞর মতো আচরণ করেছে, ‘বার্সায় আমার শেষ তিন মৌসুমে সব সময়ই শুনে আসছি, আলভেস চলে যাচ্ছে।

কিন্তু এ নিয়ে কোচ আমাকে কখনোই কিছু বলেননি। তারা আমার সঙ্গে একরকম অন্যায় আচরণ করেছেন, কোনো কৃতজ্ঞতাও দেখাননি। আমি স্রেফ অসম্মানিত হয়েছি। ’

 বার্সার এমন আচরণ তাঁর ক্যারিয়ারের বড় একটা শিক্ষা হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন এই ডিফেন্ডার।

 ১৯৯৭-এ বার্সায় এক মৌসুম খেলার পর ইন্টার মিলানে বিক্রি হওয়ায় একই রকম আঘাত পেয়েছিলেন বলে আগের দিনই রোনালদো কাতালান ক্লাবটির সমালোচনা করেন।

No comments

Powered by Blogger.