অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের সাহায্য কামনা

সাক্ষাতে দু’দেশের অর্থনীতিক সম্পর্ক উন্নয়ন ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহযোগিতা কামনা করা হয়েছে। টেড লিউ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান মার্কিন ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-কমিটির চেয়ারম্যান।
সাক্ষাতে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ইউএস কংগ্রেসম্যান টেড লিউকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করার অভিবাদন জানান।
এ সময় রাষ্ট্রদূত আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের জন্য ডিউটি ফ্রি-কোটা ফ্রি সুবিধার আহবান জানিয়ে এসব বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। যেখানে বর্তমানে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান, সুবিধা ও সমস্যার কথা জানানো হয়েছে।
জিয়াউদ্দিন সংক্ষেপে কংগ্রেসম্যান লিউয়ের কাছে দেশের নারী ক্ষমতায়ন, সামাজিক উন্নয়নের অবদান, সন্ত্রাসবাদ ও শিশুশ্রম নিরসনে বর্তমান দৃশ্য তুলে ধরেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার প্রধান শেখ হাসিনার কঠোর অবস্থান এবং জিরো টলারেন্সের কথাও জানান রাষ্ট্রদূত।
এ সময় টেউ লিউ ধন্যবাদ জানান। বৈঠকে আরো উপস্থিত ছিলেন দূতাবাস মন্ত্রী (রাজনীতি) তৌফিক হাসান, ইউএস কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্সের এশিয়া নীতি বিশ্লেষক হান্টার এম স্টুপ প্রমুখ।
No comments