নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১১
নরসিংদীর বেলাবো থানার দড়িকান্দিতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়।
১১জন ঘটনাস্থলেই মারা যান। আরও কয়েকজন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।