মেসি যদি ব্রাজিলে জন্মাত : কোচ
যে কথাটা অনেক কোচই বলতে চেয়েও বলতে পারেননি, ঠিক সেটাই বলে ফেললেন ব্রাজিলের কোচ টিটে। তার আফসোসের কারণ, লিওনেল মেসি তাদের দেশে ভূমিষ্ঠ হননি! সে কী চিরশত্রু দেশের প্লেয়ারকে নিয়ে এত আদিখ্যেতা?
নিন্দুকরা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু টিটে ওসব নিয়ে ভাবছেনই না। বলেছেন, ‘হ্যাঁ, আমি দারুণ খুশি হতাম যদি মেসি ব্রাজিলে জন্মাত! ফুটবল মাঠে ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার শত্রুতার কথা কারোর অজানা নয়। তবে, মেসি এমন একজন যে শত্রু–শিবিরে থাকলেও শ্রদ্ধা, সম্মানই করা যায়।’ ইদানীংকালে বিশ্ব–ফুটবলে সেরা তারকা কে? মেসি না রোনাল্ডো তা নিয়ে গোটা দুনিয়ায় হাজারো চর্চা। তবে, টিটে এদিন যা বললেন, তাতে নিশ্চিতভাবে ব্রাজিল কোচের ভোটটা মেসির বাক্সতেই পড়ছে।
টিটে বলেছেন, ‘মেসি তুলনাহীন। অনবদ্য। ওর সৃষ্টিশীলতা অন্য পর্যায়ের। গড়পড়তাদের ধরাছোঁয়ার বাইরে। রোনাল্ডো আর মেসি দু ঘরানার ফুটবল খেলতে অভ্যস্ত। একজন বলে বলে গোল করে। দুর্দান্ত ফিনিশার। আরেকজন সৃষ্টিশীলতার শেষ কথা। ম্যাজিকাল!’
আর যদি দুজনে একই দলে খেলতেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে টিটে বললেন, ‘ওফ! তা হলে তো বিপক্ষ দলগুলো ধ্বংস হয়ে যেত!’
তবে যে মেসিকে নিয়ে এত কথা, তিনি রোববার লিগানেসের বিরুদ্ধে জোড়া গোল করেও ছিলেন তাপ-উত্তাপহীন! সমালোচকরা ব্যাখ্যা দিয়েছিলেন গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁ জাঁ-র কাছে পরাজয়ের ধাক্কাটা এখনো হজম করতে পারেননি। তাই মনমরা দেখিয়েছিল।
আর্জেন্টিনা কোচ এডগার্ডো বাউজা অন্য ব্যাখ্যা দিলেন, ‘পিএসজি ম্যাচের পর সমালোচকরা যেভাবে সরব হয়েছিল, তারই প্রতিক্রিয়া স্বরূপ মেসিকে অত নির্বিকার দেখিয়েছে। লক্ষ্য করছিলাম গোলগুলো করার পর রীতিমতো গজরাচ্ছিল মেসি!’
নিন্দুকরা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু টিটে ওসব নিয়ে ভাবছেনই না। বলেছেন, ‘হ্যাঁ, আমি দারুণ খুশি হতাম যদি মেসি ব্রাজিলে জন্মাত! ফুটবল মাঠে ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার শত্রুতার কথা কারোর অজানা নয়। তবে, মেসি এমন একজন যে শত্রু–শিবিরে থাকলেও শ্রদ্ধা, সম্মানই করা যায়।’ ইদানীংকালে বিশ্ব–ফুটবলে সেরা তারকা কে? মেসি না রোনাল্ডো তা নিয়ে গোটা দুনিয়ায় হাজারো চর্চা। তবে, টিটে এদিন যা বললেন, তাতে নিশ্চিতভাবে ব্রাজিল কোচের ভোটটা মেসির বাক্সতেই পড়ছে।
টিটে বলেছেন, ‘মেসি তুলনাহীন। অনবদ্য। ওর সৃষ্টিশীলতা অন্য পর্যায়ের। গড়পড়তাদের ধরাছোঁয়ার বাইরে। রোনাল্ডো আর মেসি দু ঘরানার ফুটবল খেলতে অভ্যস্ত। একজন বলে বলে গোল করে। দুর্দান্ত ফিনিশার। আরেকজন সৃষ্টিশীলতার শেষ কথা। ম্যাজিকাল!’
আর যদি দুজনে একই দলে খেলতেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে টিটে বললেন, ‘ওফ! তা হলে তো বিপক্ষ দলগুলো ধ্বংস হয়ে যেত!’
তবে যে মেসিকে নিয়ে এত কথা, তিনি রোববার লিগানেসের বিরুদ্ধে জোড়া গোল করেও ছিলেন তাপ-উত্তাপহীন! সমালোচকরা ব্যাখ্যা দিয়েছিলেন গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁ জাঁ-র কাছে পরাজয়ের ধাক্কাটা এখনো হজম করতে পারেননি। তাই মনমরা দেখিয়েছিল।
আর্জেন্টিনা কোচ এডগার্ডো বাউজা অন্য ব্যাখ্যা দিলেন, ‘পিএসজি ম্যাচের পর সমালোচকরা যেভাবে সরব হয়েছিল, তারই প্রতিক্রিয়া স্বরূপ মেসিকে অত নির্বিকার দেখিয়েছে। লক্ষ্য করছিলাম গোলগুলো করার পর রীতিমতো গজরাচ্ছিল মেসি!’
No comments