শেষ বলের উত্তেজনায় তামিম-সাকিবদের হার

জয়ের জন্য দরকার ছিল ১৩৬ রানের। বড় সংগ্রহ নয়। কিন্তু এটা তুলতেই ইসলামাবাদের বেশ কষ্ট করতে হয়েছে। স্মিথ ৭২ রান করে দলকে এগিয়ে নিলেও অন্যরা পারেননি।
এর আগে ব্যক্তিগত দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দুই বাংলাদেশী তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। আগে ব্যাট করে তাদের দল পেশোয়ার জালমিও পায়নি বড় সংগ্রহ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলটি বিশ ওভারে ৯ উইকেটে ১৩৬ রান তুলেছে।
টাইগার ওপেনার তামিম ইকবাল ৮ বলে ৪ রান করে রুম্মান রাইসের বলে মিসবাহ উল হককে ক্যাচ দিয়েছেন। আর সাকিব আল হাসান ৫ রান করে শিকার হয়েছেন আহমদ বাটের। তারকাসমৃদ্ধ পেশোয়ার জালমির পক্ষে ইয়ন মরগান ২৮, ড্যারেন স্যামি ২০, ও ওয়াহাব রিয়াজ ২৩ রান করেন।
ইসলামাবাদ ইউনাইটেরে পক্ষে পেসার মোহাম্মাদ সামী ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন
No comments