এসএসসি পরীক্ষার্থীর নগ্ন ভিডিও, যুবক গ্রেফতার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও তার নগ্ন ভিডিও চিত্র ধারণের অভিযোগে সম্রাট মণ্ডল (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে পুলিশ তাকে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার চান্দু গ্রাম থেকে গ্রেফতার করে।
রোববার জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে।
সম্রাট মণ্ডলের সহযোগী সজল বিশ্বাস (২২) ও মিঠু বসুকে (২০) গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
শুক্রবার রাতে ওই ছাত্রীর স্কুলশিক্ষক পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় পিঞ্জুরী গ্রামের শ্রীধাম মণ্ডলের ছেলে সম্রাট মণ্ডল, তার সহযোগী বঙ্কিম বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস ও নির্মল বসুর ছেলে মিঠু বসুকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
শুক্রবার রাত থেকে গোপালগঞ্জ, বরিশাল ও মাদারীপুর জেলার বিভিন্ন থানায় অভিযান শুরু করে পুলিশ।
অবশেষে শনিবার গভীর রাতে পুলিশ সম্রাট মণ্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
রোববার সকালে গোপালগঞ্জের এএসপি (সার্কেল) আমিনুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য তাদের ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের সম্রাট মণ্ডল (২৩), সজল বিশ্বাস (২২) ও মিঠু বসু (২০) তাকে টানা হেঁচড়া করে তাদের বসত বাড়ির দক্ষিণ পাশের নীচু জায়গায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবার কোটালীপাড়া থানায় মামলা করেন।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে ওই এসএসসি পরীক্ষার্থী নিজ বাড়ির ঘরের বারান্দায় বসে পড়াশোনা করছিলো। মা-বাবা ঘরে ঘুমিয়েছিল। এক পর্যায়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বারান্দা থেকে বাইরে বের হয় ওই ছাত্রী।
তখন একই গ্রামের সম্রাট মণ্ডল, তার সহযোগি সজল বিশ্বাস ও মিঠু বসু তার মুখ চেপে ধরে তুলে তাকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে বাথরুমের বৈদ্যুতিক আলোতে মেবাইলে ভিডিওচিত্র ধারণ করে।
পরে এ ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
এ ঘটনায় বিমর্ষ ওই ছাত্রী লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
শনিবার গভীর রাতে পুলিশ তাকে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার চান্দু গ্রাম থেকে গ্রেফতার করে।
রোববার জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে।
সম্রাট মণ্ডলের সহযোগী সজল বিশ্বাস (২২) ও মিঠু বসুকে (২০) গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
শুক্রবার রাতে ওই ছাত্রীর স্কুলশিক্ষক পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় পিঞ্জুরী গ্রামের শ্রীধাম মণ্ডলের ছেলে সম্রাট মণ্ডল, তার সহযোগী বঙ্কিম বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস ও নির্মল বসুর ছেলে মিঠু বসুকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
শুক্রবার রাত থেকে গোপালগঞ্জ, বরিশাল ও মাদারীপুর জেলার বিভিন্ন থানায় অভিযান শুরু করে পুলিশ।
অবশেষে শনিবার গভীর রাতে পুলিশ সম্রাট মণ্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
রোববার সকালে গোপালগঞ্জের এএসপি (সার্কেল) আমিনুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য তাদের ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের সম্রাট মণ্ডল (২৩), সজল বিশ্বাস (২২) ও মিঠু বসু (২০) তাকে টানা হেঁচড়া করে তাদের বসত বাড়ির দক্ষিণ পাশের নীচু জায়গায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবার কোটালীপাড়া থানায় মামলা করেন।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে ওই এসএসসি পরীক্ষার্থী নিজ বাড়ির ঘরের বারান্দায় বসে পড়াশোনা করছিলো। মা-বাবা ঘরে ঘুমিয়েছিল। এক পর্যায়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বারান্দা থেকে বাইরে বের হয় ওই ছাত্রী।
তখন একই গ্রামের সম্রাট মণ্ডল, তার সহযোগি সজল বিশ্বাস ও মিঠু বসু তার মুখ চেপে ধরে তুলে তাকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে বাথরুমের বৈদ্যুতিক আলোতে মেবাইলে ভিডিওচিত্র ধারণ করে।
পরে এ ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
এ ঘটনায় বিমর্ষ ওই ছাত্রী লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
No comments