Header Ads

Header ADS

ট্রাম্প হিসেবে ছাপা হলো কটাক্ষকারীর ছবি

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিসেবে তার কটাক্ষকারী এক কৌতুক অভিনেতার ছবি ছেপেছে ডমিনিকান রিপাবলিকের জাতীয় দৈনিক এল ন্যাসিওনাল।

সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে নিয়ে একটি প্রতিবেদনে দুই দেশের নেতা ছবি ছাপতে গিয়ে এ কাণ্ডের জন্ম দিয়েছে দৈনিকটি। পরে অবশ্য ভুলের জন্য ক্ষমাও চেয়েছে তারা।

ট্রাম্পের পরিবর্তে যার ছবি ছাপা হয়েছে তিনি হলেন হলিউডের বিখ্যাত অভিনেতা এলেক বল্ডউইন।

সম্প্রতি মার্কিন টিভি চ্যানেল এনবিসির বিখ্যাত স্যাটায়ার শো 'স্যাটারডে নাইট লাইভে' (এসএনএল) অতিথি হিসেবে এসেছিলেন অভিনেতা বল্ডউইন।

অনুষ্ঠানে তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো সেজেছিলেন। একই রকম কাটে নকল সোনালী চুল, একই স্টাইলের বাচন ভঙ্গী দিয়ে কিছুক্ষণ অভিনয় করে কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে।

ট্রাম্প সাজে বল্ডউইনের এই ছবিটিই ভুলক্রমে ছেপে দিয়েছিল এল ন্যাসিওনাল।

প্রসঙ্গত, গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পকে বিরূপ সমালোচনার শিকার হচ্ছেন।

যৌনপীড়ন, বর্ণবাদী মন্তব্য এবং মুসলিম বিদ্বেষের কারণে মার্কিন সংবাদ মাধ্যম এবং শিল্প জগতের মানুষেরা ট্রাম্পের এক হাত নিয়ে আসছেন।

No comments

Powered by Blogger.