Header Ads

Header ADS

শ্রীলংকা সফরে ফিরলেন মুস্তাফিজ

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে দীর্ঘদিন টেস্ট খেলতে না পারা কাটার মাস্টার মুস্তাফিজকে লংকানদের বিপক্ষে সিরিজে পুনরায় ডেকেছেন নির্বাচকরা।

 দলে ফিরেছেন ভারত সফরে না থাকা পেসার রুবেল হোসেনও। তবে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম। ভারত সফরের আগ মুর্হূতে উরুর ইনজুরির কারণে বাদ পড়া ওপেনার ইমরুল কায়েস সুস্থ না হওয়ায় দলে জায়গা পাননি।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  ১৬ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

গত জুলাইয়ে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের পর বাংলাদেশের হয়ে সাদা পোশাকে আর মাঠে নামা হয়নি মুস্তাফিজর। তবে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া টেস্ট ও ওয়ানডের আগে ১টি করে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। ২ মার্চ থেকে দু’দিনের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পর ৭ মার্চ থেকে গল-এ সিরিজের প্রথম টেস্ট খেলবে মুশফিক বাহিনী। এরপর ১৫ মার্চ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ২৫ মার্চ ওয়ানডে ও ৪ এপ্রিল থেকে শুরু হবে টি-২০ সিরিজ।

প্রায় ৪০ দিনের শ্রীলংকা সফরে বাংলাদেশ নিজেদের ইতিহাসে শততম টেস্ট খেলবে। কলম্বোর পি.সারা ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্ট খেলবে বাংলাদেশ।

২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপ‡ক্ষ ঢাকার বঙ্গবন্ধু জতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। গেল ১৭ বছরে এখন পর্যন্ত ৯৮টি টেস্ট খেলেছে তারা। এরমধ্যে ৮টি’তে জয়, ৭৫টি ম্যাচে হার ও ১৫ ম্যাচে ড্র করে বাংলাদেশ।

শ্রীলংকা সফরে বাংলাদেশের টেস্ট দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায় ও রুবেল হোসেন।

No comments

Powered by Blogger.