Header Ads

Header ADS

আমিরকে নিয়ে বিস্ফোরক কঙ্গনা

সত্যি কথা মুখের ওপর স্পষ্টভাবে বলতে তিনি ভালবাসেন। তা সে যতই কঠিন হোক।

অন্তত ইন্ডাস্ট্রি কঙ্গনা রানাউতকে সেভাবেই চেনে। সেই ধারা বজায় রেখেই ফের বিস্ফোরক তিনি।

ৱকফি উইথ করণ'র সেটে গিয়ে কঙ্গনা বললেন, 'আমির খানের দঙ্গল হিট হওয়ার খুব হিংসে হয়েছে আমার।'

তার এই মন্তব্য শুনে হতবাক গোটা বলিউড। যেখানে সকলেই 'দঙ্গল'র প্রশংসা করছেন, সেখানে এমন বিরূপ মন্তব্য কেন?

'কফি উইথ করণ'-এ অতিথি হয়ে এসেছিলেন কঙ্গনা ও সাইফ আলী খান। সেখানে হোস্ট কর্ণ জোহরের প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন এ কথা।

তবে কেন তার হিংসে হয়েছে সে ব্যাখ্যাও দিয়েছেন নায়িকা। তার কথায়, 'আসলে দঙ্গল এত টাকা রোজগার করেছে সেটা দেখেই আরও হিংসে হচ্ছে আমার।'

কঙ্গনার এই ব্যখ্যা শুনে বি-টাউনের একটা অংশ বলছে, কঙ্গনার মতো এমনটা হয়তো অনেকেই ভাবেন, কিন্তু প্রকাশ্যে বলেন না। তাই কঙ্গনা সত্যি কথা বলে কিছু ভুল করেননি।

আর একটা অংশের মতে, প্রকাশ্যে এভাবে হিংসের কথাটা না বললেই ভাল করতেন নায়িকা। আগামী রোববার টেলিকাস্ট হবে ওই এপিসোড।

No comments

Powered by Blogger.