২০১৭ সালের মিস ইউনিভার্স-এর খেতাব জিতলেন ফ্রান্সের সুন্দরী আইরিশ মিত্তেনায়রের। প্রতিযোগিতায় প্রতিযোগী ছিলেন ৮৫ জন। তাদের মধ্যে থেকে জয়ী হন ডেন্টাল সার্জারির ছাত্রী আইরিশ। প্রথম রানার-আপ হন মিস হাইতি। দ্বিতীয় রানার-আপ হন মিস কলম্বিয়া অ্যান্দ্রিয়া তোভার।
No comments