Header Ads

Header ADS

কিং খানের হাতে আঁকা মহাত্মা গান্ধী

বক্স অফিস কাঁপিয়ে চলছে কিং খানের 'রইস'। পুনেতে ছবির সাকসেস পার্টি করতে যাচ্ছিলেন তিনি কিন্তু যেতে যেতে শাহরুখের মাথায় ঘুরছিল মহাত্মা গান্ধীর কথা, কারণ ৩০ জানুয়ারি এই মহান নেতার ৬৯ তম মৃত্যুবার্ষিকী।
গাড়িতে যেতে যেতে এঁকে ফেললেন গান্ধীজির একটি ছবি। সঙ্গে দিলেন গান্ধীজিরই একটি বিখ্যাত উক্তি "আমি সত্যের দ্বারা অসত্যকে অতিক্রম করব। "
নিজের আঁকা ছবিটি টুইটারে পোস্ট করেন কিং খান। সঙ্গে ক্যাপশনে লেখেন, "পুনে যাওয়ার পথে নিজের হাতে বাপুর একটি ছবি আঁকার চেষ্টা করলাম। ধন্যবাদ বাপু আমাদের পথ দেখানোর জন্য। "
এদিন শাহরুখ ছাড়াও মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শাহরুখের 'রইস' এর মধ্যেই বক্স অফিসের ঝুলিতে এনেছে প্রায় ৯৩.২৪ কোটি টাকা। অন্যদিকে হৃত্বিক অভিনীত 'কাবিল' ও বক্স অফিসে যথেষ্ট ভালো কাজ করেছে।

No comments

Powered by Blogger.