Header Ads

Header ADS

তবে কি দিল্লি যাচ্ছেন মিয়া খালিফা!

খুব শীঘ্রই দিল্লিতে আসতে চলেছেন পর্ণ স্টার মিয়া খালিফা। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঝড় উঠেছে সুশীল সমাজের মধ্যে। পর্ণহাবের এক নম্বর পর্ণস্টার হওয়ায় মিয়া খালিফা সকলের মধ্যেই পরিচিত।

২০১৪-র অক্টোবরে পর্ণ দুনিয়ায় ক্যারিয়ার শুরু করেন মিয়া। আর সেই বছরের ডিসেম্বরেই বিশ্বের সবচেয়ে বড় পর্ণ সাইট পর্ণহাবের র্যা ঙ্ক ১ এ চলে আসেন তিনি। কিন্তু কয়েক মাস পরই পর্ণ দুনিয়া ছেড়ে দেন মিয়া।

সম্প্রতি একট সোশ্যাল মিডিয়াতে দিল্লির একটি রেস্তোরাঁয় একটি অ্যাডাল্ট রেভ পার্টির পোস্টার দেখা যায়। সেই পার্টিতেই খুব সম্ভবত মিয়ার আবির্ভাব হবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু আদপে মোটেই আসছেন না মিয়া।

এমনকি দিল্লিতে এমন কোনও পার্টিও হবে না বলে জানা গিয়েছে। যে পোস্টারটি সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছিল সেটা সম্পূর্ণ ভুঁয়া।

ওই রেস্তোরাঁর এক দিনের জন্য একজন ১১০ জন অতিথির জন্য বুক করেন। এরপর রেস্তরাঁর মালিকের অজান্তেই ওই ব্যক্তি এরকম একটি পোস্টার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেন।
Powered by Blogger.