Header Ads

Header ADS

বিরাটের নাম শুনেই চটে গেলেন আনুশকা!

বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্ক এখন বহুচর্চিত। যুবরাজ সিংয়ের বিবাহ অনুষ্ঠান হোক অথবা ইংল্যান্ড সিরিজের ফাঁকে ছুটি কাটানো, শত ব্যস্ততার মধ্যেও প্রেমিক বিরাটের জন্য ঠিক সময় বের করে নেন তিনি। নিজেদের সম্পর্কের কথা কখনও গোপন করারও চেষ্টা করেননি তারা। কিন্তু এবার বিরাটের নাম শুনে বেজায় চটলেন আনুশকা শর্মা!

রাগের অবশ্য কারণও রয়েছে। ব্যক্তিগত জীবন এবং পেশাকে তিনি যে গুলিয়ে ফেলতে চান না, তা স্পষ্ট জানিয়ে দিলেন বলি ডিভা। নিজের আসন্ন ছবি ‘ফিল্লোউরি’তে এক ভূতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আনুশকাকে।

ইতিমধ্যেই ছবির ট্রেলার মন কেড়েছে সিনেপ্রেমীদের। বেশ কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, গার্লফ্রেন্ডের ছবির প্রচারে এবার আসরে নামবেন ক্যাপ্টেন কোহলিও। শুধু তাই নয়, ছবির অন্যতম প্রযোজকও নাকি বিরাটই।

আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন আনুশকা। এমন ভিত্তিহীন খবর সম্প্রচারের জন্য সাংবাদিকদের একহাত নিলেন অভিনেত্রী। টুইটারে একটি লম্বা পোস্ট করে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন আনুশকা।

তিনি সাফ জানিয়ে দেন, তার ছবির সঙ্গে ভারতীয় অধিনায়কের কোনও সম্পর্ক নেই। এমন খবর প্রচার করে ফ্যানদের বিভ্রান্ত করার কোনও মানেই হয় না।
Powered by Blogger.