Header Ads

Header ADS

সবাই বলছে ছবিটা নকল : নুসরাত ফারিয়া

মুক্তির পর থেকেই অভিযোগ উঠেছে জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’ হলিউডি সিনেমার নকল। ছবির কাহিনির সঙ্গে হলিউডের ‘লিপ ইয়ার’ ছবির যথেষ্ট মিল পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে কী বলছেন ছবির নায়িকা ফারিয়া?

শোনা যাক তার মুখেই, ‘হলিউডের ‘লিপ ইয়ার’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিটি করা। নকল নয়। আমরা যেকোনো বই থেকে, কিংবা সিনেমা থেকেও অনুপ্রাণিত হতেই পারি। সবাই বলছে ছবিটা নকল। তাই আমি বলব আমাকে মিথ্যা প্রমাণ করতে হলেও সিনেমাটা দেখুন।’

জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটি গতকাল থেকে দেশজুড়ে মুক্তি পেয়েছে। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ।

Powered by Blogger.