Header Ads

Header ADS

ক্রিকেট ছেড়ে রাজনীতিতে ধোনি

২০১৭ সালটা শুরুই হয়েছিলো ধোনির অধিনায়কত্ব থেকে বিদায় নেয়ার খবরে। কত খবরই না হলো তাকে নিয়ে। টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব বছর দুয়েক আগেই কোহলি’র কাঁধে দিয়ে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

খবরের খবর হওয়াটা তার এখন রীতিমতো অভ্যাস হয়ে গেছে। এবার মিডিয়াপাড়া গরম আরেক খবরে- রাজনীতিতে নামছেন ধোনি।

মাসখানেক আগেই ঝাড়খণ্ডের অ্যাম্বাসাডর হিসাবে ধোনির অডিও-ভিশুয়াল বিজ্ঞাপন প্রকাশ পেয়েছে। এই ভিডিও বিজ্ঞাপনে ধোনি বিনিয়োগকারীদের ঝাড়খণ্ডে আসার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও, রাঁচি থেকে শুরু করে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় বিলবোর্ডে দূত হিসাবে ধোনির বড় বড় বিজ্ঞাপন টাঙানো হয়েছে। ঝাড়খণ্ডে এখন বিজেপি সরকার।

ফলে, ধোনির সঙ্গে বিজেপি-র সখ্য নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন চলছিল। তারমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ধোনির সঙ্গে অজয় টামটার সাক্ষাৎ-এর ছবি।

মনে করা হচ্ছে ধোনি ক্রিকেট ছেড়ে সম্ভবত রাজনীতিতেই আসছেন। কারণ, দেহরাদুনে ছুটির ফাঁকেই ধোনির সঙ্গে দেখা করেন  কেন্দ্রীয় মন্ত্রী অজয় টামটা।

বিশেষ সূত্রে দাবি করা হয়েছে, ধোনি ক্রিকেট ছেড়ে রাজনীতিতেই আসছেন শুধু নয় তিনি বিজেপি-তে যোগ দেবেন। দিল্লিতে এরমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও নাকি ধোনির দেখা করার কথা বলে এই সূত্রে দাবি করা হচ্ছে।

ক’দিন আগেই খবরে নিশ্চয়তা পাওয়া গিয়েছিলো ভারতের আরেক ক্রিকেটার সুরেশ রায়না ভারতের প্রভাবশালী রাজনৈতিক দল সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছেন।
Powered by Blogger.