Header Ads

Header ADS

সাঙ্গাকারা ঝড়েও করাচিকে হারালো লাহোর

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসকে ৭ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। বৃহস্পতিবার শারজায় অনুষ্ঠিত ম্যাচে কুমারা সাঙ্গাকারার ঝড় সত্ত্বেও এই জয় পায় লাহোর। টসে হেরে প্রথমে ব্যাট করতে করাচি করে ১৭৯ রান। জবাবে লাহোর শেষ পর্যন্ত ১৭২ রান করতে সক্ষম হয়।
সাঙ্গাকারা ৪৫ বলে ৬৫ করেও দলকে জয়ী করতে পারেননি।
এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন ক্রিস গেইল। বৃহস্পতিবার তিনি ৭ বলে করেন মাত্র ৫ রান। এছাড়া শোয়েব মালিক, রবি বোপারারা ব্যর্থ হলে দলের পরাজয় নিশ্চিত হয়ে ওঠে।
এর আগে দলীয় অধিনায়ক বেন্ডন ম্যাককালাম শূণ্য রানে ফিরে গেলেও ফকর জামানের ৩৬ বলে ৫৬, ওপেনার জেসন রয়ের ১৬ বলে ২৬, ওমর আকমলের ১৬ বলে ২৫ রানে বড় সংগ্রহ পায় দলটি। করাচির পক্ষে ৩ উইকেট নিয়েছেন পেসার সোহেল খান

No comments

Powered by Blogger.