Header Ads

Header ADS

সালমানের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে মোটা মহিলা

সালমান-ভক্তদের তালিকায় নাম জানা গেল বিশ্বের সবচেয়ে মোটা নারী (৫০০ কেজি) ইমান আহমেদ আবদুলাতির। মিসরীয় এ নারী এখন চিকিৎসার জন্য ভারতে রয়েছেন এবং অপেক্ষায় রয়েছেন তার প্রিয় নায়ক সালমান খানের সাক্ষাৎ পেতে।

বলিউডের তিন খানেরই ভক্ত ৩৭ বছর বয়সী ইমান। তবে সালমান খানের জন্য ইমানের মায়া একটু বেশিই। ১১ ফেব্রুয়ারি অস্ত্রোপচারের জন্য ভারতের সাইফি হাসপাতালে ভর্তি হয়েছেন ইমান, থাকতে হবে ছয় মাস। যেখানে সারাক্ষণ সালমানের অভিনীত ছবি দেখে ও গান শুনে দিন কাটান এই মিসরীয়। সেখানেই নিজের চিকিৎসক বারিয়াট্রিক সার্জন ড. মুফাজ্জল লাকডাওয়ালার কাছে সল্লুর সঙ্গে দেখা করা ইচ্ছা প্রকাশ করেছেন ইমান।


এমনটি শুনে সালমানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান জানান, যদি হাসপাতাল কর্তৃপক্ষ অনুমতি দেয় তাহলে খুব শিগগিরই ইমানের সঙ্গে দেখা করতে যাবেন সালমান। কারণ একজন অভিনেতার উচিত ভক্তদের ইচ্ছা পূরণ করা। বিশেষ করে ইমানের মতো রোগীদের বেলায়। তবে আমরা এখনও হাসপাতালের পক্ষ থেকে চিঠি পাইনি। একবার অনুমতি পেলেই সল্লু তার সঙ্গে দেখা করতে যাবেন।
অন্যদিকে, চিকিৎসক ড. মুফাজ্জল লাকডাওয়ালা বলেন, ‘যদি সালমান রাজি হন তাহলে আমরা তাকে চিঠি পাঠাবো ইমানের সঙ্গে দেখা করার জন্য।’

তিনি আরও জানান, ইমান ভালো হিন্দি বোঝেন না। কিন্তু হিন্দি গানের মিউজিক তার খুব ভালো লাগে। সে সময় আমরা তাকে প্রশ্ন করি বলিউডের কোন অভিনেতা তার প্রিয়। তিনি জানান তিন খানের নাম। কিন্তু এই খানের মধ্যে কে বেশি পছন্দের জিজ্ঞাসা করা হলে সালমান খানের নাম বলেন ইমান।

No comments

Powered by Blogger.