২৭ বছর পর এমন লজ্জা পেল ভারত!
ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া এবং ভারতের সিরিজ শুরুর আগেই দুই দেশের সাবেক ক্রিকেটাররা বাকযুদ্ধে নেমেছিল। ভারতীয় সাবেকরা তো সিরিজ জয়ের ব্যবধান নিয়ে হিসেব কষতে শুরু করেছিল। সিরিজ কে জিতবে তা এখনই বলা সম্ভব নয়। তবে প্রথম টেস্টে ভারতের ব্যাটিং নিয়ে কাঁটাছেড়া করা সম্ভব। ৩ উইকেটে ৯৪ থেকে কীভাবে ১০৫ রানে অলআউট হলো বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপের দলটি!
পুনে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় স্বাগতিক ভারত। স্বভাবতই এমন পারফর্মেন্সের পর রেকর্ডের খাতা ঘাটাঘাটি শুরু হয়ে গেছে। তবে সেটা বীরত্বের ইতিহাস খোঁজার জন্য নয়, লজ্জার ইতিহাস খুঁজতে। দেখা গেল, ভারত সর্বশেষ এমন লজ্জাটি পেয়েছিল ২৭ বছর আগে! ১৯৯০ সালে ক্রাইস্টচার্চ টেস্টে ৩ উইকেটে ১৪৬ রান তোলার পর ধস নামে ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত ১৬৪ রানেই অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। তবে সেটা ছিল ১৮ রানের ব্যবধান।
এছাড়া ১৯৭৯ সালে লর্ডসে ২১ রানে শেষ ৭ ব্যাটসম্যানকে হারিয়েছিল ভারত। তবে দুটি ঘটনাই বিদেশের মাটিতে। ঘরের মাঠে বাঘ বলে খ্যাত ভারত এমন লজ্জা আগে পায়নি। আজ ভারতের সবচেয়ে কম রানে শেষ ৭ উইকেট হারানোর তালিকায় স্থান করে নিল পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম।
পুনে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় স্বাগতিক ভারত। স্বভাবতই এমন পারফর্মেন্সের পর রেকর্ডের খাতা ঘাটাঘাটি শুরু হয়ে গেছে। তবে সেটা বীরত্বের ইতিহাস খোঁজার জন্য নয়, লজ্জার ইতিহাস খুঁজতে। দেখা গেল, ভারত সর্বশেষ এমন লজ্জাটি পেয়েছিল ২৭ বছর আগে! ১৯৯০ সালে ক্রাইস্টচার্চ টেস্টে ৩ উইকেটে ১৪৬ রান তোলার পর ধস নামে ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত ১৬৪ রানেই অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। তবে সেটা ছিল ১৮ রানের ব্যবধান।
এছাড়া ১৯৭৯ সালে লর্ডসে ২১ রানে শেষ ৭ ব্যাটসম্যানকে হারিয়েছিল ভারত। তবে দুটি ঘটনাই বিদেশের মাটিতে। ঘরের মাঠে বাঘ বলে খ্যাত ভারত এমন লজ্জা আগে পায়নি। আজ ভারতের সবচেয়ে কম রানে শেষ ৭ উইকেট হারানোর তালিকায় স্থান করে নিল পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম।
No comments