রোনালদোর গ্যারেজে ১৭ কোটির সুপার কার!
কয়েকদিন আগে বহুমূল্য সুপার কার কিনে তাক লাগিয়ে দিয়েছিলেন ট্র্যাকের রাজা উসাইন বোল্ট। এবার সেই পথেই হাঁটলেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোনালদোর গ্যারেজে বিশ্বের নামী-দামী ব্র্যান্ডের প্রায় সব গাড়িই শোভা পায়। অডি, পর্শে, বুগাত্তি থেকে রোলস রয়েস কী নেই সেখানে। তালিকায় এবার যুক্ত হলো নতুন এক নাম।
গাড়ির বাজার থেকে সবচেয়ে সেরা মডেলটাই সংগ্রহ করাই নেশা সিআর সেভেনের। এবার রিয়াল মাদ্রিদ তারকার গ্যারেজে এল একটা 'ল্যামবরগিনি অ্যাভেনটাডোর' কিনলেন।
গত জুলাইতেই একটি 'বুগাটি ভেরন' কিনেছিলেন রোনালদো। তিন মাসের মধ্যেই আরও একটা সুপার স্পোর্টস গাড়ি তার বিলাসবহুল বাড়ির গ্যারেজে। গাড়িটির দাম প্রায় ১.৭ মিলিয়ন পাউন্ড।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ কোটি টাকা! গাড়িটির সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ব্যলন ডি'অর জয়ী। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রোনালদোর গাড়ি।
রোনালদোর গ্যারেজে বিশ্বের নামী-দামী ব্র্যান্ডের প্রায় সব গাড়িই শোভা পায়। অডি, পর্শে, বুগাত্তি থেকে রোলস রয়েস কী নেই সেখানে। তালিকায় এবার যুক্ত হলো নতুন এক নাম।
গাড়ির বাজার থেকে সবচেয়ে সেরা মডেলটাই সংগ্রহ করাই নেশা সিআর সেভেনের। এবার রিয়াল মাদ্রিদ তারকার গ্যারেজে এল একটা 'ল্যামবরগিনি অ্যাভেনটাডোর' কিনলেন।
গত জুলাইতেই একটি 'বুগাটি ভেরন' কিনেছিলেন রোনালদো। তিন মাসের মধ্যেই আরও একটা সুপার স্পোর্টস গাড়ি তার বিলাসবহুল বাড়ির গ্যারেজে। গাড়িটির দাম প্রায় ১.৭ মিলিয়ন পাউন্ড।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ কোটি টাকা! গাড়িটির সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ব্যলন ডি'অর জয়ী। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রোনালদোর গাড়ি।
No comments