Header Ads

Header ADS

দাঁত দিয়েই একসঙ্গে দুটি বিমান টানতে চান তিনি!

স্ট্যান্টম্যান হিসেবে তিনি নিজেকে বিশ্বের সেরা ব্যক্তি বলেই মনে করেন। আর এ বিষয়টিতে নিজেকে প্রমাণ করার জন্য তিনি নিজের দাঁতে ধরে দুটি বিমানকে একসঙ্গে টেনে নিতে চান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এমিরেটস ২৪৭। 
বিশ্বরেকর্ড গড়ার চেষ্টায় ফারুক এর আগেই বেশ কয়েকটা আশ্চর্যজনক কাজ করেছেন। এর আগে নিজের চোয়ালের ওপর ভর করে তিনি যাত্রীভর্তি মিনিবাস টেনে নিয়েছেন। এছাড়া চোখের পলকে আটকে তিনি উঠিয়েছেন ইটও। 
৩২ বছর বয়সী ফারুক এবার বিশ্বরেকর্ড করতে উঠেপড়ে লেগেছেন। তিনি বিশ্বাস করেন, যে কোনো পেশাদার স্ট্যান্টম্যানের তুলনায় তার শক্তি বেশি। আর এ বিষয়টি প্রমাণ হবে বিশ্বরেকর্ডেই। 
তিনি বলেন, ‘আমি স্ট্যান্ট করতে ভালোবাসি এবং এটি একমাত্র বিষয় যা আমি পেশাদারভাবে নিতে চাই। এটি আমার জন্য খুবই সহজ। ’
তিনি আরও বলেন, ‘আমি আরও বিপজ্জনক স্ট্যান্ট করতে চাইছি। আর আমার লক্ষ্য হলো একসঙ্গে দুটি বিমান টেনে নেওয়া শুধু চোয়ালের ওপর ভর করে। আমি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লেখাতে চাই। এটি আমার স্বপ্ন। এটি কোনো সহজ কাজ নয়। তবে আমি নিশ্চিত যে, সে লক্ষ্যে পৌঁছাতে পারব। ’

No comments

Powered by Blogger.