নওগাঁয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা
নওগাঁ শহরের বরুনকান্দি মহল্লায় অবস্থিত 'স্পন্দন মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পূনঃর্বাসন কেন্দ্রে' অভিযান চালিয়ে কেন্দ্রের পরিচালক ওমর ফারুকের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। বস্তুত অপরিচ্ছন্ন ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, প্রশিক্ষণপ্রাপ্ত সেবক, চিকিৎসক না থাকা এবং চিকিৎসা প্রদানের রেজিস্ট্রেশন না থাকায় ভ্রাম্যমান আদালত প্রতাষ্ঠানটিকে এই দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান আজ সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর সাথে সদর মডেল থানার এস আই আনিছুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ'র উপপরিদর্শক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান জানান, শহরের চকমুক্তার মহল্লার মোঃ ইউনুস আলীর ছেলে দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক জরিমানার ১০ হাজার টাকা পরিশোধ করে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়
No comments