Header Ads

Header ADS

সুয়ারেজকে বাঁচাতে আপীল করবে বার্সা

স্প্যানিশ কাপের সেমিফাইনালে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে আগামী ২৭ মে’র ফাইনালে খেলতে পারছেন না বার্সেলোনার উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। কিন্তু দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের কার্ডের বিপক্ষে আপীলের সিদ্ধান্ত নিয়েছে কাতালান জায়ান্টরা। বুধবার ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার সুয়ারেজের গোলেই এ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোপা ডেল রে’র ফাইনার নিশ্চিত করেছে বার্সেলোনা। কিন্তু ম্যাচের শেষের দিকে এ্যাথলেটিকো মিডফিল্ডার কোকেকে কনুই দিয়ে আঘাত করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন সুয়ারেজ। সে কারেন আগামী ২৭ মে আলাভেসের বিপক্ষে ফাইনালে খেলতে পারছেন না উরুগুইয়ান এই তারকা। এক বিবৃতিতে বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়েছে রেফারীর এই রিপোর্টের বিপক্ষে বার্সেলোনা আপীলের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের পরে সুয়ারেজ কোকের বিপক্ষে নিজের চ্যালেঞ্জটি নিয়ে বলেছিলেন এটা এমনকি ফাউলও ছিল না। গত দুই মৌসুমেই বার্সেলোনা কোপা ডেল রে’র শিরোপা জিতেছে।
Powered by Blogger.