Header Ads

Header ADS

‘সালমান আঙ্কেল’ ডাকায় বারুণকে থাপ্পড়ের হুমকি !

বয়স পঞ্চাশ পার হয়ে গেলেও চাচা ডাক শুনতে একেবারেই নারাজ সালমান খান। সম্প্রতি ‘জড়ুয়া’ ছবির দ্বিতীয় কিস্তির ট্রায়াল শোতে বলিউডের তরুণ অভিনেতা বরুণ ধাওয়ান তাকে ‘সালমান আঙ্কেল’ বলে ডাকাতে বেশ ক্ষেপে যান তিনি। বরুণ ভারতীয় মিডিয়ায় বলেন, ১৯৯৭ সালের ব্লকবাস্টার ছবি ‘জড়ুয়া’য় নায়ক ছিলেন সালমান খান, তখন আমার বয়স ছিল মাত্র সাত। এজন্য সম্প্রতি এ ছবির দ্বিতীয় কিস্তির ট্রায়াল শোতে তাকে আমি ‘সালমান আঙ্কেল’ সম্বোধন করি। এতে রাগ করেন বলিউড সুলতান। তিনি আমাকে এও বলে শাসিয়ে দেন-‘আমাকে যদি আঙ্কেল ডাকো তাহলে থাপ্পড় দেবো। আমাকে ‘সালমান ভাই’ বলবে। তোমাকে থিয়েটারের ভেতরেই ঢুকতে দেবো না যদি এভাবে ডাকো। আমি এটা দেখবো না যে,তুমি ডেভিড ধাওয়ানের ছেলে!’ বরুণ আরো জানিয়েছেন, বলিউডের সুলতানকে নারাজ করতে চান না। আমরা অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছি। তার আশীর্বাদ সবসময় রয়েছে। আমি তাকে, প্রযোজক সাজিদ, পরিচালক ও দর্শকদের কষ্ট দিতে চাই না। বরুণ ধাওয়ান ‘জড়ুয়া টু’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।
Powered by Blogger.